মধু খাওয়ার নিয়ম ও সময়, মধু খেলে কি হয়, Modhu Khele Ki Hoy
মধু খাওয়ার নিয়ম ও সময়, Modhu Khele Ki Hoy
মধু হলো ঔষধি গুণসম্পন্ন সুস্বাদু-ঘন-মিষ্টি তরল পদার্থ, যা মৌমাছি ফুলের নির্যাস থেকে সংগ্রহ করে তা মৌচাকে সংরক্ষণ করে রাখে। বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসা মধুকে মহাঔষধ বলা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পুষ্টিকর এবং শক্তি বর্ধক হিসেবে মধু প্রায় সব দেশেই প্রচলিত রয়েছে। তাই বহু গুণ সম্পন্ন এই তরলটি বিভিন্নভাবে মানুষ সংগ্রহ করে আসছে।
মধুতে কি কি উপাদান রয়েছে?
একটি পুষ্টিগুণসম্পন্ন মধু দিয়ে প্রায় চল্লিশটির ও বেশি খাদ্য উপাদান রয়েছে। ফুলের মধুতে থাকে ২৫-৩৭% গ্লুকোজ, ৩৪-৪৩% ফ্রুক্টোজ, ০.৫-৩.০% সুক্রোজ, ৫-১২% মন্টোজ ইত্যাদি থাকে। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি শক্তি। এছাড়াও রয়েছে ২২% অ্যামাইনো এসিড, ২৮% খনিজ লবণ এবং ১১% এনকাইম। মধুতে রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, আয়োডিন, জিংক ও কপার ছাড়াও অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। মধুতে চর্বি ও প্রোটিন থাকে না। এই কারণে মধু দেহের অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠনের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
মধু খাওয়ার নিয়ম ও সময়
সঠিক নিয়মে নিয়মিত মধু খেলে আপনি খুবই উপকার পাবেন। এবার চলুন দেখে নেয়া যাক মধু খাওয়ার নিয়ম ও সময় – মধু খাওয়ার নিয়ম জানার আগে সবার প্রথমে বলে রাখা ভাল আপনি কখনোই গরম অথবা রান্না করা খাবারের সাথে মধু খাবেন না। গরম জল অথবা গরম দুধের সঙ্গে মধু গুলিয়ে খাবেন না। আপনি দুধের সাথে মধু খেতে চাইলে আগে তা ঠাণ্ডা করে তারপর মধু দিয়ে খেতে পারেন।
মধু খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে। খালি পেটে মধু খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। নতুন মধুর থেকে পুরাতন মধু বেশি উপকারী।
প্রতিদিন সকালে মধুর সঙ্গে দুদিন ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে খেলে এসিডিটি কমে। এছাড়াও লেবু এবং মধুর মিশ্রন শরীরের ওজন কমাতে সাহায্য করে এবং লিভার পরিষ্কার রাখে, রক্ত পরিশোধন করে। মধুর সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে রক্তনালী পরিষ্কার করে এবং রক্তের ব্যাড কোলেস্টেরলের প্রায় 10-15 ভাগ কমিয়ে দিতে পারে, যা মানবদেহের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। অর্থাৎ যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের নিয়মিত মধু-দারুচিনির মিশ্রণ খাওয়া উচিত।
ছোলার সঙ্গে প্রতিদিন সকালে মধু খেলে যৌন দুর্বলতা কাটাতে খুবই কার্যকরী। মধু শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি-সামর্থ্য দীর্ঘস্থায়ী করে। মধু খেলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে শরীর হয়ে উঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম।
মধুর উপকারিতা
মধু ক্ষুধা, হজমশক্তি ও রুচি বৃদ্ধি করে। মধুতে স্টার্চ ডাইজেস্টি এনজাইমস এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক ঠিক রাখতে সাহায্য করে, মধু কোষ্ঠকাঠিন্য দূর করে। শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে।
মধু বাতের ব্যথা উপশম করে,মাথা ব্যথা দূর করে, শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধিতে খুবই উপকারী।
মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে এবং কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে।
কচি বেল এবং আম গাছের কচি ছাল বাটার সঙ্গে মধু মিশিয়ে খেলে আমশার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
এক চামচ মধুর সঙ্গে এক চামচ আদার রস মিশিয়ে খেলে খিদে পায় এবং সর্দি কাশি কমে যায়।
মধু রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, যারা রক্ত স্বল্পতায় ভোগে তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত কার্যকর।
মধুর অপকারিতা
মধুর যেমন উপকারিতা রয়েছে তেমন কিছু অপকারিতাও রয়েছে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা মধু সেবনর আগে সতর্ক থাকবেন। কারণ মধুতে পরাগায়নের ফলে অ্যালার্জি সৃষ্টির সম্ভাবনা থাকে। অতিরিক্ত মধু খেলে আবার শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে।
অতিরিক্ত মধু খেলে কি হয়?
প্রতিদিন অতিরিক্ত মধু খেলে ব্লাড সুগার লেভেল বৃদ্ধি পেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের পরিমাণমতো খাওয়াই ভালো।
প্রতিদিন বেশি পরিমাণে মধু খেলে পেটে ব্যথা হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের প্রভাব দেখা দিতে পারে।
অনেকে ওজন কমানোর জন্য সকালে লেবুর রসের সঙ্গে মধু খেয়ে থাকে। কিন্তু অতিরিক্ত পরিমাণে মধু খেলে ওজন কমার বদলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই অতিরিক্ত মধু খাওয়া কখনোই উচিত না।
মধু কখন খেলে উপকার হয়
সকাল বেলা বাসি পেটে মধু খেলে সবচেয়ে বেশি উপকার হয়। আবার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খাবার আগে এক চামচ মধু খাওয়া ভালো। সকাল বেলা তুলসী পাতার সাথে এক চামচ মধু মিশিয়ে খেলে সর্দি কাশি সেরে যায়।
রাতে মধু খাওয়ার নিয়ম
মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস জলের সঙ্গে ২/৩ চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুমে কাজ করে। যৌন দুর্বলতায় নিয়মিত মধু অত্যন্ত সহায়ক।
রক্তশূন্যতায় মধু: রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। রক্তশূন্যতায় মধু খুবই কার্যকরী। কারণ এতে রয়েছে প্রচুর কপার, আয়রন এবং ম্যাঙ্গানিজ।
শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ নিরাময়ে মধু: ফুসফুসের সব রোগেই মধু খুব উপকারী। হাঁপানি রোগী যদি তার নাকের কাছে মধু ধরে রাখে এবং শ্বাস নেয় তবে সে স্বাভাবিকভাবে এবং গভীরভাবে শ্বাস নিতে সক্ষম হবে। অনেকে মনে করেন এক বছরের মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য ভালো।
কোষ্ঠকাঠিন্য দূর করতে মধু: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। যা ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। সকালে ১ খাঁটি মধু সেবন করলে কোষ্ঠকাঠিন্য ও এসিডিটি দূর হয়।
হজমশক্তি বাড়াতে মধু: মধুতে থাকা শর্করা সহজে হজম হয়। কারণ, এতে থাকা ডেক্সট্রিন সরাসরি রক্তে প্রবেশ করে এবং সাথে সাথে কাজ করে। পেট্রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।
যৌন শক্তি বাড়াতে মধু: যৌন পুরুষত্বহীনতা আছে এমন পুরুষরা যদি প্রতিদিন মধু ও ছোলা খেলে অনেক উপকার পাওয়া যায়।
ডিহাইড্রেশনের জন্য মধু: ডায়রিয়া হলে এক লিটার পানিতে 50 মিলি মধু মিশিয়ে পান করলে শরীরে জলশূন্যতা রোধ করা যায়।
তারুণ্য ধরে রাখতে মধু: যৌবন ধরে রাখতে মধু অপরিহার্য ভূমিকা পালন করে। এটি অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের টোন এবং বর্ণ উন্নত করে। ত্বকের বলিরেখা এবং বার্ধক্য রোধ করে। শরীরের সার্বিক শক্তি ও যৌবন বৃদ্ধি করে।
হাঁপানির জন্য মধু: আধা গ্রাম গোলমরিচের গুঁড়োর সাথে ১ চামচ মধু ও আদা মিশিয়ে নিন। দিনে অন্তত তিনবার এই মিশ্রণটি খান। এটি হাঁপানি প্রতিরোধে সাহায্য করে।
হৃদরোগের জন্য মধু: ১ চামচ মৌরি গুঁড়ার সঙ্গে ১/২ চামচ মধু মিশিয়ে খেলে হৃদরোগের টনিক হিসেবে উপকারী। এটি হার্টের পেশীকে শক্তিশালী করে ও কার্যক্ষমতা বাড়ায়।
উচ্চ রক্তচাপ কমাতে মধু: ২ চামচ মধুর সঙ্গে ২/৩ কোয়া রসুনের রস মিশিয়ে খান। মিশ্রণটি সকালে এবং সন্ধ্যায় দুবার সেবন করুন। নিয়মিত এটি ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। এটি প্রতিদিন সকালের খাবারের এক ঘন্টা আগে সেবন করা উচিত।
ওজন কমাতে মধু: মধুতে কোনো চর্বি থাকে না। পেট পরিষ্কার করে, মেদ কমাতে সাহায্য করে, ফলে শরিরের ওজন কমে।
হাড় ও দাঁত গঠনে মধু: মধুতে ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান। ক্যালসিয়াম হাড়, দাঁত, চুলের গোড়া মজবুত রাখে, নখের উজ্জ্বলতা বাড়ায়, ভঙ্গুরতা রোধ করে।
রাতে মধু খেলে কি হয়?
রাতে ঘুমানোর আগে এক চামচ মধু খাওয়া ওজন কমানোর কার্যকর উপায়। এটি ঘুমের প্রথম দিকে আপনার শরীরকে আরও চর্বি পোড়াতে সাহায্য করবে।
সকালে মধু খেলে কি হয়?
প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। সকালে তুলসী পাতার রসের স0ঙ্গে মধু মিশিয়ে খেলে সর্দি কাশি সেরে যায়। দীর্ঘদিন ধরে কাশির সমস্যা থাকলে বাসক পাতার সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে খেলে সেরে যায়।
মধু খেলে কি সুগার হয়
মধুতে ফ্রুক্টোজ পাওয়া যায়, যা মোটাতাজাকরণে সহায়ক। মধু লিভারের জন্য গ্লুকোজ তৈরির জন্য জ্বালানী হিসাবে কাজ করে। এই গ্লুকোজ মস্তিষ্কে গ্লুকোজ-এর মাত্রা বজায় রাখে এবং ফ্যাট বার্ন করার হরমোন নিঃসরণ করতে সাহায্য করে। মধু খেলে সুগার হয় না।
পুরাতন মধু কি কাজে লাগে
নতুন মধুর তুলনায় পুরাতন মধুর কার্যকরী পুষ্টিগুণ অনেক বেশি। তাই নতুন মধুর তুলনায় আপনি পুরাতন মধু খেলে বেশি উপকার পাবেন।
মধু গ্লাইকোজেনের লেভেল নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলীর রোগের উপকারি। আলসার ও গ্যাস্ট্রিক রোগের জন্য মধু কার্যকারী, নিয়মিত পুরাতন মধু খেলে বার্ধক্য দেরিতে আসে।
মধু খেলে কি গ্যাস হয়?
মধু খেলে গ্যাস হয় না, উপরন্ত যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা প্রত্যেক দিন ভারী খাবার খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিলে হজমের সমস্যা দূর হয়। এমনকি সকালে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে এসিডিটি দূর হয়।
মধু খেলে কি মোটা হয়?
মধুতে নেই কোনো চর্বি। পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজন কমে। তাই মধু খেলে মানুষ মোটা হয় না বরং শরীরের গঠন ভালো হয়।
মধুতে অবশ্যই চিনি থাকে। তবে মধুতে রয়েছে উপকারী ভিটামিন এবং মিনারেল। বিপরীতে, মধু বিভিন্ন পুষ্টির ভাণ্ডার, যা ওজন কমাতে চায় এর জন্য একটি ভালো বিকল্প। বিশেষজ্ঞদের মতে, ওজন কমানো ছাড়াও মধু খাওয়া অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
মধু খেলে ওজন বাড়ে?
আয়ুর্বেদর মতে, মধুর মাধ্যমেও শরীরের ওজন কমাতে পারেন কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। মধু ওজন কমানোর একটি প্রাকৃতিক উপায়। মধুতে ফ্রুক্টোজ পাওয়া যায়, যা মোটাতাজাকরণে সহায়ক। মধু লিভারের জন্য গ্লুকোজ তৈরির জন্য জ্বালানী হিসাবে কাজ করে। এই গ্লুকোজ মস্তিষ্কে গ্লুকোজ-এর মাত্রা বজায় রাখে এবং ফ্যাট বার্ন করার হরমোন নিঃসরণ করতে সাহায্য করে।
মধু ও গরম পানির উপকারিতা
মধুর সঙ্গে গরম জল মিশিয়ে পান করলে বিপদের কারণ হতে পারে। মধু কখনোই গরম পানির সঙ্গে খাওয়া উচিত নয়। গরম বা সামান্য গরম কোনো পানীয় চা, দুধ বা জলের সঙ্গে মধু পান করা উচিত না। কারণ গরম পানিতে মধু মেশালে ধীরে ধীরে এটা এক ধরনের বিষে পরিণত হয়। দীর্ঘমেয়াদে খাওয়ার ফলে বিভিন্ন রোগ হতে পারে।
তবে মধু হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। বেশি তাপমাত্রায় মধু উপকারিতা নষ্ট হতে পারে। অর্থাৎ, জল কত গরম থাকছে, তার ওপরেই নির্ভর করছে মধুর গুণ।
মধু ও কালোজিরার উপকারিতা
কালোজিরাতে বহু পুষ্টি ও উপকারী উপাদান আছে। কালোজিরা খাদ্যাভাসের ফলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন ও শক্তিশালী হরমোন, প্রস্রাব বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক। কালোজিরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কালোজিরা ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কার্যকর, এটি ডায়াবেটিসে আক্রান্ত রোগীর রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমায় করে। নারী-পুরুষ উভয়ের যৌনক্ষমতা বৃদ্ধিতে কালোজিরা ও মধু ভালো কাজ করে। নিয়মিত কালোজিরা ও মধু খেলে দেহে রক্ত চলাচল ঠিকমতো হয়। হাঁপানীর শ্বাসকষ্টজনিত সমস্যা সমাধানে কালোজিরা দারুণ কাজ করে।
খাঁটি মধু চেনার উপায়, modhu chenar upay
এক গ্লাস জলে এক চামচ মধু নিন, তারপর আস্তে আস্তে গ্লাসটি কে নাড়া দিন। যদি মধু জলের সঙ্গে মিশে যায় তাহলে বুঝবেন ভেজাল মধু। আর যদি মধু ছোট ছোট পিন্ডে গ্লাসের জলে ছড়িয়ে পড়ে তাহলে বুঝবেন মধুটি সম্পূর্ণ খাঁটি। আসল মধু চেনার সব থেকে ভালো উপায়।
নকল মধু বেশ পাতলা হয়, স্তর গুলো আলাদা করা যায়। নকল মধুতে ফেনা হয়। এছাড়া খেতে সুস্বাদু হয় না। আসল মধু অনেক বেশি আঠালো হবে।
ভিনিগার মেশানো জলের কয়েক ফোঁটা মধু দিয়ে মেশাতে হবে। এরপর যদি ওই মিশ্রণটিতে ফেনা দেখা যায় তাহলে বুঝতে হবে সেটিই নকল মধু। ফলে ভিনিগার-এর সাহায্যে সহজেই খাঁটি মধু চেনা যায়।
খাঁটি মধু ফ্রিজে রাখলে কখনোই জমাট বাঁধে না বা দানা হবে না। তবে নকল মধু ফ্রিজে রাখলে জমাট বাঁধবে এবং মধুর উপরে সাদা আস্তরণ দেখা যাবে।