লিসবনে রোনাল্ডো ও বিপাশা বসুর চুম্বন ভাইরাল! 13 বছর আগের ছবি
মনে পড়ে, প্রায় এক যুগ আগের এই একটা মুহূর্ত, রোনাল্ডো-বিপাশার চুম্বন মুহূর্ত ফের একবার চর্চার কেন্দ্র। নেটিজেনদের অনেকেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করেছে এই ছবিগুলি। তাঁরা কেউ কেউ এই ছবিগুলি দেখে প্রশ্ন তুলছেন, বিপাশা-রোনাল্ডোর মধ্যে কি কোন সম্পর্ক ছিল? আর থাকলেও বা তার শেষ কিভাবে হয়েছিল?

ঘটনাটি 2007 সালে পর্তুগালের লিসবনে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকা ঘোষণা মঞ্চের। সেখানেই একই মঞ্চে হাজির ছিলেন বিপাশা এবং রোনাল্ডো। তখনই পরস্পরের সাথে আলাপ হয়।

সেই অনুষ্ঠানের পর পার্টিতে রোনাল্ডো এবং বিপাশাকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করতে ভোলেননি চিত্র সাংবাদিক। তারপর তা ছাড়িয়ে পড়ে সকল সংবাদমাধ্যমে। তবে সে সময় সোশ্যাল মিডিয়ার প্রচলন না থাকায়, ঘটনাটি যেমন ভাইরাল হয়নি। তাই এই ঘটনাটি নতুন জেনারেশনের কাছে নতুন লাগা অস্বাভাবিক নয়।

সেই সময় বিপাশা বসু সম্পর্ক ছিল জন আব্রাহামের সাথে। রোনাল্ডোর সাথে এই ঘনিষ্ঠাতার জেরে নাকি তাদের সম্পর্কে টানাপোড়েন হয়েছিল! তারপর অবশ্য জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক ভেঙে কর্ণ সিংহ গ্রভের প্রেমে পড়েন বিপাশা বসু।

