Bengali Song Lyrics

Keno Emon Hoy Lyrics (কেন এমন হয়) by Samz Vai | Ankur Mahamud

Keno Emon Hoy Lyrics by Samz Vai | Ankur Mahamud
Keno Emon Hoy Lyrics by Samz Vai
Keno Emon Hoy Song

Keno Emon Hoy Lyrics by Samz Vai | Ankur Mahamud

Keno Emon Hoy Lyrics is written by Samz Vai and the song is sung by singer Samz Vai. Keno Emon Hoy song is casting by Zaher Alvi & Subha. Keno Emon Hoy song Directed by Eagle Team and Music Composed by Ankur Mahamud and ‘কেন এমন হয়’ Keno Emon Hoy Song lyrics words of Samz Vai. This Bengali Song is published on the Eagle Music YouTube platform.

Keno Emon Hoy Lyrics In Bengali:

নীরবতা কেন ডাকে আমায়
মাঝ সাগরে কষ্টের কিনারায়,
সাঁতার আমি জানি না
হতাশ আমি তীরের আশায়,
কেউ দেখেনা অন্ধকারে
জলে ভেজা চোখগুলারে,
হাসি কাঁদি স্মৃতির ঘোরে
কেন এমন হয় ?

মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে
পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,
এই জীবনে সব হারাইলাম যাহার লাইগা রে
পরকালে পাই যেন বিধি আমি যে তারে ও..
পরকালে পাই যেন বিধি আমি যে তারে।

আমিও মানুষ সে ও মানুষ
তফাৎ কেন হবে?
ইটের সাথে টিন মিলাইলে
ঘর বাঁধে না ভবে, হায়রে,
আমিও মানুষ সে ও মানুষ
তফাৎ কেন হবে?
ইটের সাথে টিন মিলাইলে
ঘর বাঁধে না ভবে।

বামুন কি আর চাঁদের দেখা
পায় কভু জীবনে,
ওজন ছাড়া মন মিলে না
এই ভব সংসারে, হায়রে
ওজন ছাড়া মন মিলে না
এই ভব সংসারে।

মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে
পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,
পরকালে পাই যেন বিধি আমি যে তারে।।

মনের সাথে মন মিলাইলে
বিধিও তাকিয়ে হাসে,
আমার মতো আছে কে আর
না বুঝিয়া ফাঁসে,
মনের সাথে মন মিলাইলে
বিধি ও তাকিয়ে হাসে,
আমার মতো আছে কে আর
না বুঝিয়া ফাঁসে।

চাইলে কি আর ভালোবাসা
স্বার্থ ছাড়া মেলে
জানো না রে বোকা মন বিধি
নিজের মতোই খেলে, হায়রে
জানো না রে বোকা মন বিধি
নিজের মতোই খেলে।

মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে
পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,
এই জীবনে সব হারাইলাম যাহার লাইগা রে
পরকালে পাই যেন বিধি আমি যে তারে ও..
পরকালে পাই যেন বিধি আমি যে তারে।।

Keno Emon Hoy Song Details

Song: Keno Emon Hoy
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: Ankur Mahamud
Cast: Zaher Alvi & Subha
Co-Cast: Noyon, Hridoy, Babul, Ruhul, Parvez & Faruk
DoP: Md. Sujon
Label: Eagle Music
Directed by Eagle Team