সাড়ে চার কোটি টাকা মূল্যের 50 টি সোনার বিস্কুট সহ ধৃত তিন
মালবাজার মহাকুমার নাগরাকাটা থানার পুলিশ 50 টি সোনার বিস্কুট সহ তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া 50 টি সোনার বিস্কুটের মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে জানিয়েছেন থানার অ্যাডিশনাল এসপি রুরাল দেন্দুপ শেরপা। এদিন, রবিবার মালবাজার এসডিপিও অফিসে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তিনি। Malbazar sub-division Nagarakata police arrested three suspects along with 50 gold biscuits.
অ্যাডিশনাল এসপি রুরাল দেন্দুপ শেরপা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকাল মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বাতাবাড়ি-মূর্তি রোড অঞ্চলে পুলিশি অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে এই 50 টি সোনার বিস্কুট উদ্ধার হয়। গাড়ির ভেতরে থাকা তিনজনকে আটক করা হয়েছে। ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল পান্ডার হদিশ চলছে।
ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোনার বিস্কুট গুলি আসাম থেকে আনা হচ্ছিল। ধৃত ওই তিনজন ব্যক্তি সন্তোষ গজাপে মুম্বাইয়ের বাসিন্দা, কৃষ্ণা মজুমদার ও মনোতোষ বিশ্বাস দুজনই অসমের বাসিন্দা। ধৃতদেরকে আদালতে তুলে 14 দিনের পুলিশি হেফাজত নেয়া হবে বলে জানা গিয়েছে।
