Tumi Amay Bhalobasho Nai Lyrics (তুমি আমায় ভালোবাসো নাই) Kazi Shuvo | Afjal Sujon & Subha
Tumi Amay Bhalobasho Nai Lyrics | Kazi Shuvo
Tumi Amay Bhalobasho Nai Lyrics is written by Shohag Farhan and the song is sung by singer Kazi Shuvo. Tumi Amay Bhalobasho Nai song is casting by Afjal Sujon & Subha. Tumi Amay Valobasho Nai song Directed by Eagle Team and Music Composed by Ankur Mahamud and ‘তুমি আমায় ভালোবাসো নাই’ Tumi Amay Valobasho Nai Song lyrics words of Shohag Farhan. This Bengali Song is published on the ‘Eagle Music Video Station’ YouTube platform.
Tumi Amay Bhalobasho Nai Lyrics in Bengali
নিয়তি আমার নিঃস্ব করলো
হার মানি নাই,
তুমি আমায় ভুইলা গেছো
আমি ভুলি নাই [2]
এখন চারিদিকে চাইয়া দেখি
চাওয়ার জায়গা নাই,
তুমি আমায় ভালোবাসো নাই।
প্রাণ সখিরে
তুমি আমায় ভালোবাসো নাই।
আমার ঘরে আগুন দিয়া
থাকবা ভাবছো সুখে?
সেই আগুনে পড়েছো তুমি
মরছো ধুকে ধুকে [2]
এখন যতই করও তাল বাহানা
ফেরার উপায় নাই
তুমি আমায় ভালোবাসো নাই।
প্রাণ সখিরে
তুমি আমায় ভালোবাসো নাই।
দুঃখ দিয়া চইলা গেলা
ফিরা দেখলা না,
আমার কথা তখন তুমি
একটু ভাবলা না [2]
এখন যতই করো তালবাহানা
ফেরার উপায় নাই
তুমি আমায় ভালোবাসো নাই।
প্রাণ সখিরে
তুমি আমায় ভালোবাসো নাই।
নিয়তি আমার নিঃস্ব করলো
হার মানি নাই,
তুমি আমায় ভুইলা গেছো
আমি ভুলি নাই [2]
এখন চারিদিকে চাইয়া দেখি
চাওয়ার জায়গা নাই,
তুমি আমায় ভালোবাসো নাই।
প্রাণ সখিরে
তুমি আমায় ভালোবাসো নাই [2]
Tumi Amay Bhalobasho Nai Song Details
Song: Tumi Amay Bhalobasho Nai (তুমি আমায় ভালোবাসো নাই)
Singer: Kazi Shuvo
Lyrics & Tune: Shohag Farhan
Music: Ankur Mahamud
Cast: Afjal Sujon & Subha
DoP: Md. Sujon
Directed by Eagle Team
Produced by Kachi Ahmed
Label: Eagle Music